স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ বৃন্দবান কলেজ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে ২শ ৫০ জন দারিদ্র ও এতিমদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ। দৈনিক বাংলাদেশ সময়’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম কহিনুরের পরিচালনায় আয়োজিত শীতবস্ত্র অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কামরুল আমীন, হবিগঞ্জ বৃন্দাবন কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আমীর হোসেন, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী ও মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেন- শীতে কাপছে দেশ। ছিন্নমূল মানুষেরা গরম কাপড়ের সন্ধানে যখন কাতর ঠিক তখনই প্রবাস থেকে শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ বৃন্দবান কলেজ এলামনাই এসোসিয়েশন। তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবী রাখে। এই মহতি উদ্যোগ প্রমাণ করে তারা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করছে। ভবিষ্যতেও হবিগঞ্জের আর্ত মানবতার কল্যাণে হবিগঞ্জ বৃন্দবান কলেজ এলামনাই এসোসিয়েশনকে কাজ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, বহির্বিশ্বে অবস্থানরত বৃন্দবন কলেজের ছাত্র ছাত্রীদের একমাত্র সংগঠন যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ বৃন্দবান কলেজ এলামনাই এসোসিয়েশন ইতিপূর্বেও ঢাকায় রানা প্লাজায় নিহত হবিগঞ্জের ১৬টি পরিবারের মধ্যে ৫লাখ টাকা অনুদান প্রদান করে।