নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ সাহাবুদ্দিন এমপি বলেন, বাংলাদেশ আজ মধ্য মায়ের দেশে রুপান্তরিত হতে চলেছে। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, আজ শুধু খাদ্যেই নয় শিক্ষা ক্ষেত্রেও যুগান্তকারী এক বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বছরের প্রথম দিন সারা দেশে এক যুগে বিনামূল্যে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই পৌছে দেওয়ার পাশাপাশি উপবৃত্তি দিয়ে ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহয়াতা দিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। জঙ্গী দমনে সরকার কঠোর আছে উল্লেখ করে হুইপ বলেন, এখন মাদরাসা ছাত্ররা নয় বিভিন্ন প্রাইভেট ভার্সিটির ছাত্ররাই জঙ্গী তৎপরতায় জড়িয়েছে, গুলশানসহ বিভিন্ন স্থানে জঙ্গী হামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্ররাই জড়িত ছিল তার প্রমাণ রয়েছে। এছাড়াও বিভিন্ন বেসরকারী প্রাইভেট ভার্সিটির ছাত্ররা জঙ্গী সংশ্লিষ্টতার অভিযোগে আটক হচ্ছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ সকল সাম্প্রদায়িক জঙ্গি শক্তি প্রতিরোধ করার আহ্বান জানান তিনি।
গতকাল রবিবার সকালে নবীগঞ্জ নহরপুর হযরত শাহজালাল (রাঃ) দাখিল মাদরাসা কর্তৃপক্ষ কর্তৃক তাকে দেয়া সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ সাহাবুদ্দিন এমপি উপরোক্ত কথা গুলো বলেন। উক্ত মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল চৌধুরী রাহেল এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলতলী ছাহেবজাদা সিলেট সুবহানীঘাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ কমরুদ্দিন চৌধুরী, নবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খাঁন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু। মাওঃ ইব্রাহিম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত্ব বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত সুপারিনটেন্ড মাওঃ মোঃ নুরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে হুইপ সাহাবুদ্দিন স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুকে সাথে নিয়ে মাদরাসার উন্নয়নে কাজ করার প্রতিশ্র“তি দেন। এতে উপস্থিত ছিলেন, আলহাজ¦ মদব্বির হোসেন চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোঃ আলতাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম জিলানী চৌধুরী রাসেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিনুর রহমান সুমন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাজহারুল ইসলাম অপু, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহবুবুর রহমান ময়না, কুর্শি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নেছার আহমেদ জগলু, যুবলীগ নেতা কাজী শিপু, মাদরাসা ম্যানেজিং কমিটির সদস্য আশিক উদ্দিন, আবু বক্কর, মোছাঃ রেনু বেগম, শাহ নাছিমা বেগম, মাওঃ আঃ হান্নান, সুহেল আমীনসহ সকল শিক্ষক ও ছাত্র অভিভাবকবৃন্দ। এছাড়াও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান মফিজ, ফয়সল তালুকদার, বাবলু আহমেদ, ছাত্রলীগের সহ-সভাপতি আলমগীর চৌধুরী সালমান, মহিনুর রহমান ওহি, পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেন দেলোয়ার, শেখ রাসেল শরীফ, বুরহান উদ্দিন মাসুম, আব্দুল আজিজ, লিটন দেব, সাঈদ আজমল, শামীম আহমেদ, সৌরভ আহমেদ, সোহাগ মিয়াসহ ছাত্রলীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ১৯৭৫ এর ১৫ই আগষ্ট যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফেরাত ও আল্লামা সাহেব কিবলা ফুলতলী এবং মাদরাসা প্রতিষ্ঠায় যারা ভূমি, অর্থসহ সকল ক্ষেত্রে অবধান রেখেছেন তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ অতিথির বক্তব্যে ফুলতলী ছাহেবজাদা মাওঃ কমরুদ্দিন চৌধুরী বলেন, বাতিলদের কাজ হচ্ছে জঙ্গীবাদ সৃষ্টি করা। জঙ্গীবাদ নিমূর্লে দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সচেতনার সহিত ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।