নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ডিমবাহী পিক আপ ভ্যান উল্টে একটি মোটরসাইকেল ও একটি দোকানে আঘাত হানে। এতে লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল ভোরে ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দি কিবরিয়া চত্ত্বরে এ দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার ভোর অনুমান সাড়ে ৬টার দিকে ভৈরব থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি পিক আপ ভ্যান আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে পৌছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ভ্যানটি একটি মোটরসাইকেল ও ফুটপাতের একটি দোকানে আঘাত করে উল্টে যায়। এতে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।