সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

নবীগঞ্জের সবার প্রিয় মুখ অটল ডাক্তার আর নেই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০১৪
  • ৪৬২ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের প্রিয় মুখ দিনারপুর পরগণার খ্যাতিমান চিকিৎসক উত্তর দেবপাড়া কাজী বাড়ি নিবাসী কাজী শাহাব উদ্দিন ওরপে অটল ডাক্তার আর নেই। মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ওই দিন বিকেলে উত্তর দেবপাড়া মাঠে স্মরণকালের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। জানাজায় ইমামতি করেন মাওলানা মাছুম আহমদ সিদ্দিকী। জানাজার নামাজে হবিগঞ্জ ও মৌলভী বাজারসহ নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অর্ধলক্ষাধিক মুসুল্লী অংশ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য 13আলহাজ্ব শেখ সুজাত মিয়া, মৌলভী বাজারের সাবেক এমপি মোঃ তোয়াবুর রহমান, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আমীর হোসেন, পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মুহিবুর রহমান চৌধুরী, উপজেলা জাময়াতের আমীর মাওলানা আশরাফ আলী, জাপা সভাপতি শাহ আবুল খয়ের, ইলিয়াছ আহমদ, থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, এডঃ জাবেদ আলী, সাবেক চেয়ারম্যান আ.ক.ম.ফখরুল ইসলাম কালাম, আবদুর রউপ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, ইনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুল মুহিত চৌধুরী, মাওলানা লোকমান খাঁন, গোলাম রসুল চৌধুরী রাহেলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ এবং মুসুল্লীয়ান অংশ নেন। উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবক প্রয়াত কাজী শাহাব উদ্দিন প্রকাশ অটল ডাক্তার উপজেলার আধ্যাত্মিক নেতা হিসেবে সু-পরিচিত ছিলেন। তার নিকট দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন যাতায়াত করতেন। একজন স্বজ্জন ব্যক্তি হিসেবে সকলের নিকট প্রিয়ভাজন ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৫ মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে উপজেলা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের তরফ থেকে গভীর শোক ও পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com