প্রেস বিজ্ঞপ্তি ॥ সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক প্রকল্প অন্যত্র স্থানান্তরের দাবীতে নাগরিকবন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বাপা ও খোয়াই রিভার ওয়াটারকিপার’র উদ্যোনে এ কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গণে আয়োজিত নাগরিকবন্ধন ও পথসভায় সভাপতিত্ব করেন বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ। ধারণাপত্র পাঠ করেন খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। ধারণাপত্রে তোফাজ্জল সোহেল অবিলম্বে সম্পাদিত রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন চুক্তি বাতিল করাসহ বিভিন্ন দাবী জানান। পথসভায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস-এর সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস-এর সম্পাদক ফজলুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড এডভোকেট জুনায়েদ আহমেদ, জেলা উদীচীর সহ-সভাপতি মুজিবুর রহমান, বাপা হবিগঞ্জ শাখার যুগ্ম সম্পাদক রোটারিয়ান ডাঃ এস এস আল আমিন সুমন, শখের ছবিয়াল-এর এডমিন মাসুক আহমেদ, রোটারেক্ট ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট জারিন তাসলিম, রোটারেক্ট ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর প্রেসিডেন্ট এডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ, সংস্কৃতিকর্মী উসমান গণি রুমী, সন্ধান হবিগঞ্জ-এর সংগঠক মাহবুবুর রহমান হাসান প্রমুখ। সভা পরিচালনা করেন বাপা জেলা শাখার যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন। উক্ত কর্মসূচিতে আরও সংহতি প্রকাশ করে জীবন সংকেত নাট্যগোষ্ঠী, ব্যাঞ্জনবর্ণ সাংস্কৃতিক ক্লাব, তারুণ্য সোসাইটি ও যশোরআব্দা যুব কল্যাণ সংস্থা।