স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আজ ঐক্যবদ্ধ। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে জনগণকে সাথে নিয়ে জঙ্গি প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গতকাল সন্ধা ৭টায় স্থানীয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্ত করার জন্য ’৭১-এর পরাজিত শক্তিকে সাথে নিয়ে একটি কুচক্রী মহল ধর্মের নামে মানুষের মানুষে বিভেদ তৈরী করে সারাদেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে হত্যা করে যাচ্ছে। কোন ধর্মই মানুষ হত্যাকে সমর্থন করে না। মানুষে মানুষে বিবেধ তৈরী করে যারা এদেশের মাটিতে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্চে এবং সহজ-সরল কোমলমতী মেধাবী ছাত্রদেরকে ধর্মের নামে বিভ্রান্ত করছে তাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে। হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতৃত্বে হবিগঞ্জ পৌর এলাকায় কোনও সন্দেহজনক কর্মকান্ড পরিলক্ষিত হলে বা অপরিচিত লোক হবিগঞ্জ পৌরসভার পরিবেশ নষ্ট করতে চাইলে তাদেরকে তাৎণিক্ষকভাবে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার আহবান জানান। এছাড়াও হবিগঞ্জ পৌর এলাকার প্রত্যেকটি মন্দির-মসজিদে জঙ্গিবাদ প্রতিরোধে ইমাম ও পুরহিতদের বিশেষ ভূমিকা পালন করার আহবান জানান। এক্ষেত্রে যদি কোন ধরণের ব্যত্যয় ঘটে তাহলে সঙ্গে সঙ্গে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সাহিত যোগাযোগ করার জন্য পৌর আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে নির্দেশ দেন।
পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর টিটুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন হিরাজ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ, মুকুল আচার্য্য। উক্ত সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, আবু সালেহ মোঃ শিবলী, শাহবাজ চৌধুরী, স্বপন লাল বণিক, রফিক আহমেদ, সায়েদুজ্জামান জাহির, ফরহাদ হোসেন কলি, শেখ মামুন, এডঃ মোবারক হোসেন ফুল মিয়া প্রমুখ। এছাড়াও উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান খান, সৈয়দ হুমায়ুন রেজা, আব্দুল কদ্দুছ, মোঃ ইকরাম হোসেন, শাহ্ মাসুকুর রহমান মাসুক, জিয়া উদ্দিন জিয়া, শাহ্ মোঃ আলমগীর সোহাগ, এডঃ ইকবাল হোসেন ভূইয়া, পার্থ সারথি রায়, ফজলুল করিম, মিজানুর রহমান মিজান, মেহের আলী, শেখ সুমন প্রমুখ। এছাড়াও পৌর এলাকার প্রত্যেক ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে হবিগঞ্জ পৌর এলাকায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুর রহমানকে সভাপতি ও পৌর আওয়ামী লীগের ১ম সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মামুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির নেতৃত্বে হবিগঞ্জ পৌর এলাকায় প্রত্যেকটি ওয়ার্ডে আগামী ২০ আগস্টের মধ্যে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে কমিটি গঠন করা হবে।