প্রেস বিজ্ঞপ্তি ॥ সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে হবিগঞ্জ পৌর কমিটি গঠন করা হয়েছে। গতকাল রাত আটটায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সভায় এ কমিটি গঠিত হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপির উপস্থিতিতে পৌর আওয়ামী লীগ সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু এ কমিটি ঘোষণা করেন।
এতে পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রহমানকে সভাপতি ও পৌর আওয়ামী লীগের ১ম সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মামুনকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সহ-সভাপতি আবু সালেহ মোঃ শিবলী, শাহবাজ চৌধুরী, রফিক আহমেদ, স্বপন লাল বণিক, এম এ আজিজ ইউনুছ, কমিশনার জাহির উদ্দিন, সুজিত বণিক, হিরাজ মিয়া, হাবিবুর রহমান খান, সায়েদুজ্জামান জাহির, ফরহাদ হোসেন কলি, দুলাল সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ ইকবাল হোসেন ভূইয়া, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, শাহ্ মোঃ আলমগীর সোহাগ, জিয়াউর রহমান জিয়া, ফজলে রাব্বী রাসেল, পার্থ সারথি রায়, শেখ সুমনসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।