স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় গাছের সাথে ধাক্কা লেগে আপন মিয়া (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরোহী তানজিল মিয়া (১৬) নামে এক কিশোর। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানার ওসি মুক্তাদির হোসেন জানান, বিকেলে মোটরসাইকেলযোগে চৌমুহনী থেকে বাড়ি ফিরছিলেন আপন ও তানজিল। পথে রাজনগর কমিউনিটি ক্লিনিকের কাছে এলে মোটরসাইকেলের সামনে পড়া একটি ছাগলকে বাঁচাতে গিয়ে পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আপনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানজিলকে উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে ভর্তি করে।