অলিউর রহমান অলি, লন্ডন থেকে ॥ লন্ডনের ব্রিকলেন এ আমারগাও হবিগঞ্জ ডিষ্ট্রীক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ঈদ পরবর্তী সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ আজিজ। উপস্থিত ছিলেন মোমিন আলী, কবি দেওয়ান হাবিব চৌধুরী, শহীদুল আলম চৌধুরী বাচ্চু, ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরী বাবলু, এ রহমান অলি, শাবিপ্রবির
সহযোগী অধ্যাপক জহিরুল হক শাকিল, এডঃ সুরন্জিত দাস, সালমান আহমেদ সোহান, অজিত লাল দাস, দেওয়ান সৈয়দ রব মোর্শেদ, কামাল চৌধুরী, শাহ শহীদ আলী, শাহজাহান কবির প্রমুখ। সভায় বিস্তারিত আলাপ আলোচনার মাধ্যমে চলতি মাসের শেষ সপ্তাহে মারগেট বিনোদন কেন্দ্রে ফ্যামিলি ট্যুরের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। ফ্যামিলি ট্যুরের সার্বিক আয়োজন ও তত্ত্বাবধানের জন্য এডঃ মোমিন আলীকে আহ্বায়ক ও মারুফ চৌধুরীকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন যথাক্রমে ব্যারিষ্টার আশরাফুল আলম চৌধুরী বাবলু, এ রহমান অলি, জালাল আহম্মদ, সুশান্ত দাস গুপ্ত, অজিত লাল দাস, দেওয়ান সৈয়দ রব মোর্শেদ, কামাল চৌধুরী ও শাহজাহান কবির প্রমূখ। উক্ত কমিটির উপর আগামী সোমবার সভায় ভ্রমনের জন্য বাস ভাড়া, খাবারের আয়োজন ও বিনোদন ভ্রমনে ইচ্ছুক অংশ গ্রহনকারীদের তালিকা প্রণয়ন এবং অর্থ সংগ্রহের দায়ীত্ব অর্পণ করা হয়।