সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল গ্রেপ্তার ফিলিস্তিনীদের গণহত্যার প্রতিবাদে জেলা জাপা’র বিক্ষোভ-সমাবেশ যুক্তরাজ্যে নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টির সভায় নবীগঞ্জে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যবসায়ীবৃন্দের পরামর্শ সভা আজ পহেলা বৈশাখ বিতর্কিত টিকটকার ইব্রাহিম-মুক্তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ ধরতে পুলিশের অভিযান নবীগঞ্জের কাজীগঞ্জবাজার-মার্কুলী সড়কে দুর্ভোগের যেনো শেষ নেই আজমিরীগঞ্জে দুই দলের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত মাধবপুরে থানার ওসি’র জনসচেতনতা উঠান বৈঠক স্টেডিয়ামের অফিস সহায়ক সোহেলের ওপর আবারও হামলা

সরকারের উন্নয়ন ব্যাহত করতে স্বাধীনতা বিরোধিরা যড়যন্ত্রে লিপ্ত-এমপি মুনিম চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
  • ৪৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রবাসী কল্যান সমিতি ওল্ডহাম যুক্তরাজ্যের সভাপতি ও বিশিষ্ট দানবীর মোঃ মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে দেশের আর্তমানবতার সেবায় কাজ করায় তাদের ভূয়সী প্রশংসা করেন। দেশের স্বাধীনতা যুদ্ধে লন্ডন প্রবাসীদের ভূমিকা ইতহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে স্বাধীনতা বিরোধী রাজাকার, আলবদর, আলশামস এর প্রেত্বাত্মারা জঙ্গী ও সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে গভীর যড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সময় এসেছে এসব দেশ ও স্বাধীনতা বিরোধী চক্রদের প্রতিরোধ করার। গতকাল বুধবার সকালে তাহিরপুর নয়মৌজা ইত্তেফাকিয়া আলীম মাদ্রসা অডিটোরিয়ামে উপরোক্ত কথাগুলো বলেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও তাহিরপুর নয়মৌজা ইত্তেফাকিয়া আলীম মাদ্রাসার গর্ভনিংবডির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু। আয়োজিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব নবীগঞ্জ প্রবাসী কল্যান সমিতির সভাপতি মোঃ মুজিবুর রহমান চৌধুরী তাঁকে দেওয়া সংর্ধনা সভায় মাদ্রাসায় ডিজিটাল ল্যাব, কার্যালয়ের চারদিকে নিরাপত্তা বেষ্টনী গ্রীল দিয়ে তৈরীর প্রতিশ্র“তি ব্যক্ত করেন ও মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদানের লক্ষ্যে তিনি তাঁর পিতার নামে ট্রাষ্ট গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। মাওঃ হোসাইন আহমদের পরিচালনায় আয়োজিত সংবর্ধনায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আফজল হোসেন তালুকদার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাদ্রাসার গর্ভনিংবডির সাবেক সভাপতি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, গর্ভনিংবডির সদস্য আলহাজ্ব এখলাছুর রহমান চৌধুরী, গর্ভনিংবডির সদস্য ও নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোজাহিদ আলম, দিলাওর হোসেন চৌধুরী, সহকারী অধ্যাপক মাওঃ আলতাফ উদ্দিন, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, শিক্ষক প্রতিনিধি প্রভাষক আলী আকবর, মোঃ আব্দুল কাদির, মাওঃ আনসারুল ইসলাম প্রমূখ। অনুষ্টানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার গর্ভনিংবডির সদস্য আলহাজ্ব ক্বারী ময়না মিয়া, মোঃ আব্দুল আজাদ, মোঃ জাকির হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ কপিল উদ্দিন, তাহমিনা আক্তার। সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন মামুন আহমদ ও হামনাত পেশ করেন সায়মা আক্তার। সংবর্ধনা অনুষ্টানে মাদ্রাসার গর্ভনিংবডির পক্ষ থেকে এমপি মুনম চৌধুরী বাবু ও সংবর্ধিত ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মোঃ মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করে হয়। অনুষ্টান শেষে মাদ্রসার ছাত্র-ছাত্রী ও উপস্থিত সকলকে নিয়ে তাহিরপুর-ইনাতগঞ্জ সড়কে জঙ্গীবাদ বিরোধী এক মানববন্ধন অনুষ্টিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com