প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জঙ্গি ও সস্ত্রাস বিরোধী মানবনন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় আয়োজিত মানববন্ধনে জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সহযোগী সংগঠন “হবিগঞ্জ পরিবশেক বিক্রয় কর্মী শ্রমিক ইউনিয়ন” ডাকঘর এলাকায় মানববন্ধন করে। আঞ্চলিক কমিটির সভাপতি হিতেশ দাসের সভাপতিত্বে অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, মোঃ শাহ্ আলম মিয়া মোস্তফা মিয়া, সফিক, সুমন দাশ, সুকেশ রায়, এলাছ মিয়া, ইকবাল হোসেন, সুমন আচার্য্য, লিটন দাশ, মোঃ মঞ্জু মিয়া, উত্তম দাশ প্রমূখ। অপর দিকে একই সময়ে ডাকঘর ও বাণিজ্যিক এলাকার আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দসহ মানববন্ধন করেন। এতে অংশগ্রহণ করেন, গোপাল দাশ, সুমন গোপ, বাদল রায়, পুলক রায়, ফয়সল খান, শান্ত দাশ প্রমূখ।