স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকাস্থ গুলবাগ হোটেলে মালিক মরহুম মীর সাহেব আলী স্ত্রী ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মীর জিয়াউল জিয়ার মাতা মোছাঃ জয়তুন নেছা বেগম মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ বাস ভবনে বাধ্যক জণিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়ে নাতি, নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর সওদাগর জামে সমজিদে জানাজার নামাজ শেষে উমেদনগরস্থ পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
দিকে জাপার নেতা মীর জিয়াউল হক জিয়ার মাতা মোছাঃ জয়তুন নেছা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সংবাদপত্রের প্রদত্ত বিবৃতিতে যারা শোক প্রকাশ করেন তারা হলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক, সদস্য সচিব শংকর পাল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আজমান আলী, আব্দুল হামিদ চৌধুরী, আব্দুর মুক্তাদীর চৌধুরী অপু, তৌহিদুল ইসলাম তৌহিদ, আব্দুর মুকিত লস্কর, এম এ জলিল তালুকদার, এসএম লুৎফুর রহমান, মোস্তফিজুর রহমান ময়না, শেখ জালাল, সোহেল আহমেদ রানা, রইচ আলী প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।