স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বুধবার সকালে এ সংঘর্ষ হয়।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের অনু মিয়ার সাথে মস্তু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও লুটপাট হয়। গুরুতর আহত অবস্থায় অনু মিয়া (৫০), মোস্তফা মিয়া (৪০), মল্লিকা বেগম (৩০), বিলকিস (২০), মিলন (৩৫) ও নাসরিন (১৪)কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।