স্টাফ রিপোর্টার ॥ বেওয়ারিশ কুকুর নিধন শুরু হয়েছে হবিগঞ্জ পৌর এলাকায়। বেওয়ারিশ কুকুরের উৎপাত হতে পৌরবাসীকে মুক্ত করতে হবিগঞ্জ পৌরসভা এ কর্মসুচী হাতে নেয়। গতকাল বুধবার ৩ দিনব্যাপী এই কুকুর নিধন অভিযানের প্রথম দিনে ৬০ টি বেওয়ারিশ কুকুর নিধন করা হয়েছে বলে জানিয়েছে পৌরসভা সুত্র। উল্লেখ্য সম্প্রতি বেওয়ারিশ কুকুরের উৎপাতে পৌরবাসী অবর্ণনীয় ভোগান্তির শিকার হয়ে আসছিলেন। এছাড়াও কুকুরের কামড়ের চিকিৎসা নিতেও অনেকে নানা সমস্যায় পড়েন। এ ব্যাপারে পৌরবাসীর দাবীর প্রেক্ষিতে হবিগঞ্জ পৌরসভা বেওয়ারিশ কুকুর নিধন অভিযান শুরু করে। হবিগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস জানান, অভিযানে পালিত কুকুরগুলোকে নিধন করা হচ্ছে না। এ ব্যাপারে অভিযানের সফলতার স্বার্থে পৌরবাসীকে তাদের পালিত কুকুরকে গলায় বেল্ট বেধে রাখতে এবং রাস্তায় না ছাড়ার জন্য তিনি অনুরোধ জানান।