স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় একটি ফার্মেসীতে দুঃসাহসিক চুরি হয়েছে। গতকাল রবিবার দিবাগত গভীর রাতে শাহজালাল মেডিকেল হলে চুরির ঘটনাটি ঘটেছে। চোরো ৮লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে মালিক জানান। ওই রাতে ফার্মেসীর তালা ভেঙ্গে চোরেরা ভেতরে ঢুকে ২টি মোবাইল ফোন, ক্যাশ থেকে ৬ হাজার টাকা ও দামি ঔষধসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। যাওয়ার সময় বাহিরে নতুন তালা ঝুলিয়ে রেখে যায়। সকালে ফার্মেসীর মালিক জাহাঙ্গীর এসে দেখেন নতুন তালা ঝুলানো। তখন পাশের দোকান ধারদেরকে সঙ্গে নিয়ে ফার্মেসীর ভিতরে ঢুকে মালামাল চুরির ঘটনাটি দেখতে পান। খবর পেয়ে সদর থানার এসআই মুনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।