স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের এক বাড়িতে মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকার যুব সমাজ বিপথগামী হচ্ছে। মাদক সেবনের টাকা যোগান দিতে যুব সমাজ চুরি, ছিনতাইসহ নানা অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে। ওই গ্রামের ছায়েদ আলী ও সুহেল মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। সন্ধ্যা হলেই বিভিন্নস্থান থেকে মাদকসেবীরা তার বাড়িতে ভিড় জমায়। এ সুযোগে সাহেনা ও ইয়াসমিন নামে দুই যুবতী অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। ইতোপুর্বে তাদের বিরুদ্ধে গ্রামে সালিশ হয়। সালিশে এসব কাজ থেকে বিরত থাকতে নিষেধ করা হলেও তারা নিষেধ না মেনে অসামাজিক কাজ চালিয়ে আসছে। প্রশাসনের এ ব্যাপারে দৃষ্টি দেয়া প্রয়োজন।