স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার করাব গ্রামে মাসুদা বেগম (৪৫) নামে ৫সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের মলাই মিয়ার স্ত্রী। মৃতের পরিবার সূত্র জানায়, গতকাল বুধবার সকালে মাসুদা বেগম স্বামীর সাথে ঝগড়া হয়। এর কিছুক্ষণ পরই মাসুদা বিষপান করে। বিষাক্রান্ত অবস্থায় তাকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তার। সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক দেলোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।