স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ডাঃ সূর্যকান্ত দাস মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এমপি অ্যাডভোকেট আবুল মজিদ খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আমির হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলী আকবর খান, যুবলীগ সভাপতি সামছুল হক আখনজী, সাধারণ সম্পাদক নয়ন চন্দ্র দাস প্রমুখ। নেতৃবৃন্দ প্রয়াত সূর্যকান্ত দাসের বিদেয়ী আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। অপর দিকে সূর্যকান্ত দাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি ফ্রান্স প্রবাসী সাংবাদিক ফেরদৌস করিম আখনজী ও প্রচার সম্পাদক এসএম সুরুজ আলী।
উল্লেখ, গত মঙ্গলবার লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে সূর্যকান্ত দাস পরলোক গমণ করেন।