বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ॥ সরকার হারাচ্ছে রাজস্ব শহরে লন টেনিস এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদেক আটক আজ শহীদ ধ্রুব দিবস ॥ নবীগঞ্জে স্বাধীনতার ৫৪ বছর পরেও বীরসেনানী শহীদ ধ্রুবের কবর সনাক্ত করা যায়নি আজমিরীগঞ্জের শরীফনগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে নানা অভিযোগ আজমিরীগঞ্জে সেনাবাহিনীর সাথে আইন শৃঙ্খলা সভা সদর হাসপাতাল থেকে মিশুক গাড়ি চুরিকালে চোর আটক চিন্ময় দাসের শাস্তি ও ইসকন নিষিদ্ধের দাবীতে সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল ॥ দাবী না মানলে দুর্বার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে-আল্লামা ওলিপুরী বানিয়াচঙ্গের বিথঙ্গল মাছুয়াটেক সেচ প্রকল্পের সাবেক ম্যানেজারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত ওসি ॥ হবিগঞ্জ সদর থানা দালাল ও মাদকমুক্ত রাখার ঘোষণা

  • আপডেট টাইম বুধবার, ৩ আগস্ট, ২০১৬
  • ৩৯৫ বা পড়া হয়েছে

এম কাউছার আহমেদ ॥
সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ সদর থানার নবাগত অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক। গতকাল মঙ্গলবার বিকেলে থানার সভাকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে এলাকার সার্বিক আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে নবাগত ওসি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, মানুষ ভুলের উর্ধ্বে নয়। সকল ভেদাভেদ ভুলে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইভটিজিং, মাদক নিয়ন্ত্রণ, গ্রাম্যদাঙ্গা প্রতিরোধ করে হবিগঞ্জকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ওসি। এছাড়া হবিগঞ্জ সদর থানাকে দালাল মুক্ত করার ঘোষনা দেন তিনি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসকাব সভাপতি মোঃ ফজলুর রহমান, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি এম এ ওয়াহেদ, বর্তমান সভাপতি রাসেল চৌধুরী, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, মানবকণ্ঠ ও ঢাকা টাইমস টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেল, মোহনা টিভির প্রতিনিধি মোঃ ছানু মিয়া, এশিয়ান টিভির প্রতিনিধি এস এম সুরুজ আলী, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, যুগ্ম সম্পাদক জুয়েল চৌধুরী, হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার কাজী মিজানুর রহমান, দৈনিক লোকালয় বার্তার বিশেষ প্রতিনিধি এম সজলু, সমাচার স্টাফ রিপোর্টার জাকারিয়া চৌধুরী। সাংবাদিকরা হবিগঞ্জবাসীর প্রধান সমস্যা যানজট নিরসনে অবৈধ যানবাহন পার্কিং, স্থাপনা উচ্ছেদ, ইভটিজিং ও মাদক ব্যবসার বিষয়টি ওসির দৃষ্টি আকর্ষণ করেন। এ ছাড়াও নিখোঁজ কয়েকজন স্কুল ছাত্র-ছাত্রীর মামলা থানায় ঝুলে থাকায় ভিকটিম উদ্ধার হয়নি। সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে ওসির দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, লোকালয় বার্তার ব্যবস্থাপনা সম্পাদক আনিচ্ছুজ্জামান চৌধুরী রতন, সাংবাদিক এসকে সাগর, একে কাওসার, কাজল সরকার, শাহ আলম ও জাহেদ আলী মামুন। সভা পরিচালনা করেন থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এসআই আব্দুর রহিম, এএসআই আবু নাইম, পুলিশ সদস্য ইয়াসিরসহ সকল কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com