মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ। মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কাওছার শোকরানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইকবাল হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম সিদ্দীকি, রস্ক প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর মোঃ সিরাজুল ইসলাম, জনাব আলী ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ সাফিউজ্জামান খান, আইডিয়েল কলেজ এর অধ্যক্ষ স্বপন কুমার দাস, উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপূল ভূষন রায়, সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, বিএসডি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ প্রমুখ। শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষা সপ্তাহ-২০১৬ বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীদের হাতে পুরস্কার ও ২০১৪ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ আনন্দ স্কুলের শিক্ষার্থীদের হাতে বিশেষ ভাতা তোলে দেন।