শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের শায়েস্তাগঞ্জ থানার কলিমনগর নামকস্থানে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রফিক মিয়া (২০) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্রের প্রাণহানী ঘটেছে। এসময় আহত হয়েছে নিহত রফিক মিয়ার বন্ধু হেলাল (২০)। নিহত রফিক আজমীরীগঞ্জ উপজেলার পিটুয়াকান্দি গ্রামের বিলাল মিয়া পুত্র। আহত হেলাল একই এলাকার ফিরোজপুর গ্রামের ছুরত আলীর ছেলে। এরা উভয়ই আজমিরীগঞ্জ কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র। রফিক ও হেলাল ধুলিয়াখাল যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণ নিচ্ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে রফিক মিয়া ও হেলাল একটি মোটরসাইকেলযোগে ধুলিয়াখাল থেকে শায়েস্তাগঞ্জে যাচ্ছিলেন। ওই স্থানে পৌছুলে বিপরীতমুখী অজ্ঞাতনামা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের পিছনে বসা আরোহী ফরিদ মিয়া ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হয় হেলাল। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। হেলালকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।