বরুন সিকদার ॥ ভোক্তা অধিকারে মুদির দোকানে ১হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় এ অভিযানের পরিচালনা করেন। অভিযানকালে মুদির দোকানগুলোতে পণ্যের মূল্য তালিকা না রাখা ও মেয়াদ উত্তীর্র্ণ বিভিন্ন পণ্য রাখার অভিযোগে নারিকেল হাটার সঞ্জয় ষ্টোরের মালিক সঞ্জয় পালকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সদর থানার এসআই নাজমা ও পেসকার নূর মোহাম্মদ সহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।