স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে ৩ পুরিয়া হেরোইনসহ এক হেরোইনসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হেরোইনসেবী হচ্ছে-শহরের রাজনগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে সুজন মিয়া (২২)। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে ৩ পুরিয়া হেরোইনসহ সুজন মিয়া সার্কিট হাউজ এলাকায় অবস্থান করছিল। গোপন সূত্রে খবর পেয়ে হবিগঞ্জ থানার এসআই সুদ্বীপ রায় তাকে গ্রেপ্তার করেন। এ ব্যাপারে হবিগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।