স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়ি জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের সড়কটি শহীদ মুক্তিযোদ্ধা সেলিম খানের নামে নামকরণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এ নামকরণের ফলক উদ্বোধন করেন এমপি কেয়া চৌধুরী। এ সময় মুক্তিযোদ্ধা, কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ মুন্না আহমেদ সহ প্রশাসনের নানাস্তরের কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তি, আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সড়কের ফলক উদ্বোধনকালে এমপি কেয়া চৌধুরী বলেন, এ জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের ১৮ বছরের যুবক সেলিম খান দেশকে স্বাধীন করতে গ্রামের এপথ ধরেই যুদ্ধে গিয়েছিলেন। সালদা নদীর পাড়ে সম্মুখ যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা সেলিম খান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের ২নং সেক্টরের ‘শ্যামপুর গ্রামের কাটামুড়া নামক স্থানে পাকসেনার গুলিতে তিনি শহীদ হন। সৈয়দাবাদ গ্রামের সেই সড়কটি এখনো রয়েছে। আছে টিনের সেই ঘর। নেই বীর মুক্তিযোদ্ধা সেলিম খান। স্বরণীয় করে রাখতে তার নামে এ সড়কের নামকরণ করা হয়েছে। এমপি কেয়া চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধাদের সব সময় সম্মান করতে হবে। তারা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তাই আমরা স্বাধীন দেশের বাসিন্দা। তিনি আরও বলেন, শহীদ সেলিম খানের স্মৃতি ধরে রাখতে আরও অনেক কিছু করা উচিৎ। সৈয়দাবাদ গ্রামের সড়কটি শহীদ সেলিম খানের নামে নামকরণ করায় এমপি কেয়া চৌধুরীর প্রতি গ্রামবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।