স্টাফ রিপোর্টার ॥ বাহুবল বাজার থেকে মরণ নেশা ইয়াবা বিক্রিকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৯ টার দিকে বাহুবল বাজারের ডাঃ হিরা মিয়ার ফার্মেসীর নিকট নির্জন অবস্থায় মরণ নেশা ইয়াবা বিক্রি করছিল বাহুবল গ্রামের এখলাছ মিয়ার পুত্র সাবাল মিয়া (৩০) ও একই গ্রামের কদ্দুছ মিয়ার পুত্র আওলাদ মিয়া (২৮) সহ একটি গ্র“প। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ হাতে নাতে সাবাল ও আওলাদকে গ্রেফতার করতে সক্ষম হলেও অন্য সহযোগিরা পালিয়ে যায়। এ সময় গ্রেফতারকৃতদেরকেও ছাড়িয়ে নিতে ¯’ানীয় কয়েক যুবক পুলিশের সাথে ধস্তাধস্তির করেও ব্যর্থ হয়। এর পর পরই তাদের থানা হাজতে নিয়ে যাওয়া হয়।