স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ছাত্রাবাসে তুচ্ছ ঘটনা নিয়ে সাইদুর রহমান (২০) নামের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনার প্রতিবাদে অবরোধ ও বিক্ষোভ করেছে ছাত্রাবাসের ছাত্ররা। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে।
আটকৃতরা হল ঃ মহিলা কলেজ রোড এলাকার বাসিন্দা শ্রীমান্ত রায়ের পুত্র দশম শ্রেণীর ছাত্র পলাশ রায় (১৫), আব্দুল কাইয়ূমের পুত্র ৫ম শ্রেণীর ছাত্র সজিব (১২), নেপাল রায়ের পুত্র দশম শ্রেণীর ছাত্র প্রকাল রায়, রুপেন রায়ের পুত্র নবম শ্রেণীর ছাত্র মুলহোতা কৃষ্ণ রায় (১৪) ও হাসান চৌধুরী হিমশিমের পুত্র জিদাম (১৫)।
আহত সুত্রে জানা যায়, গতকাল ওই সময় আটকরাসহ আরো ২ জন কলেজ হোস্টেলে গোসল করতে যায়। এ সময় বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের মতি মিয়ার পুত্র বৃন্দাবন কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র সাইদুর রহমান পুকুরের পাশ দিয়ে হেটে যাবার সময় পানির ফোটা তার উপর পড়ে। তখন সাইদুর এর কারণ জিজ্ঞাসা করলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। জুম্মার নামাজের পর সাইদুর হোষ্টেলে ফেরার সময় উল্লেখিতরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর চড়াও হয়। এক পর্যায়ে তাকে মারধোর করে আহত করে। আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয় লোকজন সাইদুরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনার প্রতিবাদে ছাত্রাবাসের ছাত্ররা শহরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে দায়ীদের গ্রেফতারের আশ্বাস প্রদান করলে পরিস্থিতি শান্ত হয়। পরে সন্ধ্যায় সদর থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লেখিতদের আটক করে। এ সময় তাদের সাথে থাকা সাজ্জাদ ও তানভীর নামের দুই কিশোর পালিয়ে যায়।
থানায় আটককৃতরা জানায়, ক্রিকেট খেলা শেষে পুকুরে গোসল করার সময় পানির ছিটা সাইদুরের উপর পড়ায় সে আমাদের মা-বাবা তুলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এমনকি আমাদের দিকে তেড়ে আসে। এ কারণে তাকে মেরেছি। সন্ধ্যায় আহত সাইদুরের উপর হামলাকারীদের শাস্তির প্রতিবাদে নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া নিয়ে থানায় ঘেরাও করে।