স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার অলোয়া গ্রামে সংঘর্ষে আহত আরশ মিয়া (৪০) অবশেষে মারা গেছেন। গত বৃহস্পতিবার সকাল ৭টায় সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ছাড়া তার ভাই ও ভাতিজা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ওইদিনই রাতে নিহত আরশ মিয়ার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, গত ২২ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে আরশ মিয়া ও তার ভাইয়ের মালিকানাধীন একটি ডুবা থেকে অনুমতি ছাড়াই পানি সেচ করছিল একই গ্রামের নিজ পঞ্চায়েতভূক্ত ময়না মিয়ার পুত্র আব্দুস শহীদ। এতে নিজেদের প্রয়োজনের কথা বিবেচনা করে পানি সেচ করতে আপত্তি দেন আব্দাল মিয়া। তাতে আপত্তি অমান্য করে গালিগালাজ করতে থাকে শহীদ। এ নিয়ে উভয় পক্ষের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে শহীদ পানি সেচ বন্ধ করে বাড়িতে গিয়ে তার আত্মীয় স্বজনদের জানালে শহীদ, আব্দুল আউয়াল তালুকদার, ময়না মিয়াসহ গোষ্টীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দাল মিয়ার বাড়ি ঘেরাও করে ফেলে। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে আরশ মিয়াসহ বেশ কয়েকজন আহত হন। পরে আহত আরশ মিয়া ও মুশাহিদকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরশ মিয়ার অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় আরশ মিয়া বৃহস্পতিবার মারা যান।