মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে গতকাল সোমবার সকালে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি হাজী শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, অধ্যক্ষ সাইফুল হক মির্জা, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান অনিক, অধ্যক্ষ ইউসুফ আলী খলিফা, অধ্যক্ষ প্রানকৃষ্ণ পাল, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুজন প্রমূখ। পরে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্তদের মাঝে নগদ অর্থ, ক্রেষ্ট ও সনদ তুলে দেন।