মোঃ ছানু মিয়া/কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ শহরের গরুবাজারে মোবাইল চুরির অভিযোগে হাত-পা বেঁেধ ৪ শিশুকে মধ্যপযোগীয় কায়দায় অমানসিক নির্যাতন করেছে যুবদল নেতা শাহ আলম। পুলিশ শাহ আলমকে আটক করেছে। এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সদর থানার এসআই রাজকুমারকে ক্লোজ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গরু বাজার এলাকার বাসিন্দা পাতারিয়া গ্রামের আব্দুল আলীর পুত্র যুবদল নেতা শাহ আলম (২৮) এর একটি মোবাইল ফোন গত মঙ্গলবার বাসায় হারিয়ে যায়। এ মোবাইল চুরির সাথে জড়িত থাকার সন্দেহে পার্শ্ববর্তী যশেরআব্দা গ্রামের খালেক মিয়ার পুত্র রনি মিয়া (১১), একই এলাকার লেদু মিয়ার পুত্র রুবেল (১০), তার বাসার ভাড়াটিয়া মাহি (৮) ও রিয়াজ নামের ৪ শিশুকে গতকাল বুধবার ধরে বাসায় নিয়ে আসে শাহ আলম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা মোবাইল চুরির কথা স্বীকার না করায় শুরু হয় তাদের উপর নির্যাতন। হাত-পা বেধে প্রকাশ্যে লাঠি দিয়ে পেটানো শুরু করে শাহ আলম। এতেও এরা মোবাইল চুরির কথা স্বীকার না করায় তাদেরকে হাত-পা বাধা অবস্থায় একটি কক্ষে আটকে রাখে শাহ আলম। তাদের চিৎকারে স্থানীয় লোকজন তাদের উদ্ধারে এগিয়ে গেলে শাহ আলম তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানার এসআই রাজকুমারের নেতৃত্বে পুলিশ ৪ শিশুকে অর্ধ অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এদিকে প্রভাবশালী শাহ আলমের বিরুদ্ধে শিশুদের পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুদের পিতা-মাতা জিম্মায় নিয়ে আসেন। পরে তিন শিশু জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় তাদের হাসপাতালে নিয়ে যেতে চাইলে শাহ আলম ও তার লোকজন বাঁধা প্রদান করে। এমনকি কোন মামলা না করতেও হুমকি দেয় শাহ আলম।
এদিকে ৪শিশুকে পেঠানোর ঘটনা গোপনে ভিডিও ধারনকৃত অংশ প্রচার হয় টিবি চ্যনেলে। এতেই নড়ে ছড়ে উঠে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ। ফোন আসে ১ ঘন্টার মধ্যে নির্যাতনকারী শাহ আলমকে গ্রেফতারের। পরে রাত ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম. শামসুর রহমান ভুইয়ার নির্দেশে সদর থানা পুলিশ যুবদল কর্মী শাহ আলমকে আটক করে। থানায় জিজ্ঞাসাবাদে শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে। এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে সদর থানার এসআই রাজকুমারকে ক্লোজ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম. শামসুর রহমান ভুইয়া।
উল্লেখ্য, সম্প্রতি ইয়াবাসহ শাহ আলমকে পুলিশ আটক করে। হাজতবাসের পর কয়েকদিন আগে সে জামিনে মুক্তি পায়।