স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামে গৃহবধুকে যৌন হয়রানির ঘটনায় দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। গতকাল বুধবার বিকালে দফায় দফায় এ সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল হাইয়ের স্ত্রী জেসমিন আক্তার (২৫) কে যৌন হয়রানি করে একই গ্রামের মৃত জমসের আলীর পুত্র সুহেল মিয়া (২৫)। গতকাল দুপুরে জেসমিন রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। কেউ না থাকার সুযোগে সুহেল তার ঘরে ঢুকে যৌন হয়রানির চেষ্টা করে। তখন জেসমিন বাঁধা দিলে সুহেল তাকে পিঠিয়ে আহত করে। এ সময় পাশের বাড়ির নুর আলীর স্ত্রী রোকেয়া (৩০) এগিয়ে এলে তাকেও পিঠিয়ে আহত করে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর ও লুটপাট হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় জেসমিন, রোকেয়া, আব্দুল আলী, সাইফুর রহমান, জেরিন, মতিন, ইকবাল, সুহেল, আবিদা, কাদির ও জাহেদ আলীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন জানান পরিস্থিতি শান্ত আছে।