এক্সপ্রেস রিপোর্ট ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল বুধবার সাংবাদিক সম্মেলন করে সার্বিক পরিস্থিতি তুলে ধরে নতুন কর্মসুচি ঘোষণা করবেন। অন্যদিকে, আগামী ২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন সারা দেশে ১৮ দলের পক্ষ থেকে হরতাল কর্মসুচি দেয়া হবে। গতকাল রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
প্রায় দুই ঘণ্টা স্থায়ী বৈঠক শেষে রাত পৌনে এগারোটায় এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ জানান, ১৮ দলের বৈঠকে জোটের ভুল-ত্রুটি, আন্দোলনের ব্যর্থতা, নতুন করে আন্দোলন এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়েছে। বেগম জিয়ার আহবানে সাড়া দিয়ে দেশের জনগণ ভোট কেন্দ্রে যায়নি এটাই আমাদের সাফল্য। তিনি আরো বলেন, ৩ থেকে ৫ ভাগের বেশি ভোট পড়েনি। বেগম খালেদা জিয়া সাংবাদিক সম্মেলন করে নতুন কর্মসুচি ঘোষণা করবেন।
১৮ দলীয় শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির সভাপতি মে. জে. (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জামায়াত ইসলামের কর্ম পরিষদের সদস্য রোদোয়ান উল্লাহ সাঈদী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা.মোস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের সভাপতি মো. কামরুজ্জামান প্রমুখ।