প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মোঃ আব্দুর রাজ্জাক এবং মাধবপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মোঃ মুছা মিয়াকে দায়িত্ব প্রদান করা হয়েছে। গত ২৩ জুলাই হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে এ দায়িত্ব প্রদান করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি এবং সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপির নির্দেশক্রমে এ তথ্য জানিয়েছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আলমগীর খান।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ মুসলিম ও মাধবপুর পৌর আওয়ামীলীগ সভাপতি বেনু মাধব রায়কে বহিস্কার করা হয়।