স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের আলোচিত জ্যোৎস্না হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী নবীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেনকে বরখাস্ত করা হয়েছে। তিনি নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা গ্রামের মরহুম আব্দুল লতিফের পুত্র। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মোঃ আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত এক পত্রে সাময়িকভাবে বহিস্কারের আদেশ প্রদান করা হয়। গত ২৫ জুলাই স্বাক্ষরিত পত্রে বলা হয়, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর নবীগঞ্জ থানায় দায়েরকৃত ১০ নং মামলায় মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩১ ধারা এর ১ উপ-ধারা মোতাবেক সাময়িক বরখাস্ত করা হলো।
উল্লেখ্য, ২০১৪ সনের ১০ ডিসেম্বর নবীগঞ্জ পৌর এলাকার গন্ধ্যা গ্রামে কাউন্সিলর মিজানুর রহমানের বাড়ির সীমানা প্রাচীরের লিন্টারের সাথে ঝুলানো অবস্থায় জ্যোৎস্না বেগমের লাশ উদ্ধার করা হয়। জ্যোৎস্নার গ্রামের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামে। এ ঘটনায় জ্যোৎস্নার ভাই রজব আলী ফকির বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে ১৪ ডিসেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর পুলিশ নবীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন সহ কয়েকজনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে।
মৃত জ্যোৎস্না বেগম (৩৫) লেখাপড়া জানতো না। ২০০৮ সালে রাজিউড়া ইউনিয়নে রিওফা প্রকল্পে চাকুরী করার সুবাধে ব্যাংকে একাউন্ট খোলার সময় জ্যোৎস্নাকে দস্তখত শিখে। জ্যোৎস্না ৪ ডিসেম্বর বাড়ি থেকে বের হয় আর ১০ ডিসেম্বর সকালে নবীগঞ্জের গন্ধা গ্রামের বাসিন্দা নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমানের বাড়ির সমিানা প্রাচীরের লিন্টেনের সাথে ঝুলন্ত অবস্থায় জ্যোৎস্নার লাশ পাওয়া যায়। এ ব্যাপারে দায়েরকৃত হত্যা মামলার এজাহারে বরখাস্তকৃত কাউন্সিলর জাকির হোসেনের নাম না থাকলেও দীর্ঘ তদন্ত শেষে আদালতে দাখিলকৃত অভিযোগপত্রে ঘটনার সাথে জড়িত থাকার কথা পুলিশ উল্লেখ করে।