চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পুলিশের গুলিতে আহত উপজেলা ছাত্রদলের প্রথম যুগ্ম আহ্বায়ক ও এম.এ অধ্যয়নরত মেধাবী ছাত্র আজাদ তালুকদারের সুস্থতা কামনায় পশ্চিম পাকুড়িয়া গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ আছর মিলাদ মাহফিল শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব রুশন আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব হুসাইন আলী রাজন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শফিউল আলম সাফি, পৌর শ্রমিকদলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, মীর আমীন আলী, শ্রমিকদল নেতা উস্তার মিয়া, খসরু মিয়া, চুনু মিয়া, ছাত্রদল নেতা মারাজ মিয়া, শওকত হাসান লাল মিয়া, কালা মিয়া সাগর, আলী হোসেন, জোটন মিয়া, তোফাজ্জল, জুয়েলসহ বিএনপি, যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মিলাদ মাহফিলে আজাদ তালুকদারের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন পশ্চিম পাকুড়িয়া জামে মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দিন। উল্লেখ্য, গত ৬ জানুয়ারি সন্ধ্যায় ১৮ দল ও আওয়ামীলীগের সংঘর্ষের ঘটনায় পুলিশ গুলি করলে আজাদ তালুকদার গুলিবিদ্ধ হন।