প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ শহরের হবিগঞ্জ সড়কের পুরাতন সাব-রেজেষ্ট্রারী অফিসের সামনে আধুনিক প্রযুক্তিতে মান-সম্মত দন্ত সেবা নিয়ে এলো নবীগঞ্জ ডেন্টাল কেয়ার। গত শুক্রবার বাদ জুম্মা উক্ত ডেন্টাল কেয়ারের জাকজমকপূর্ণভাবে উদ্বোধন করেন নবীগঞ্জ পৌর সভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। এ সময় বিশেষ অতিথি ছিলেন, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য শাহনূর হোসেন চৌধুরী সোহান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিটু, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল আহমেদ, সাইফুল, শোয়েব, ইফতি প্রমুখ।
উল্লেখ্য, নবীগঞ্জ ডেন্টাল কেয়ারে এখন থেকে রোগী দেখবেন, ডাঃ খান ই আমির, বি,ডি,এস,(উঁ) পি,জি,টি ওর্যাল এন্ড মেক্সিলফেসিয়াল সার্জারী, স্পেশাল ট্রেনিং অন ডেন্টাল ইমপ্লান্ট (সিঙ্গাপুর) ও ডেন্টিস্ট, চৌধুরী মোস্তাফিজুর রহমান, বি,এস,সি ডেন্টাল (উঁ), ঢাকা ইউভার্সিটি ও পি,টি,জি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ঢাকা।