চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ৩৭টি কমিউনিটি ক্লিনিক ও ৭টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলছে ১ যুগ ধরে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য), মেডিকেল অফিসার (পরিবার কল্যাণ), উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তার গুরুত্বপর্ন ওই পদ দীর্ঘদিন ধরে শুন্য থাকায় ক্লিনিক থেকে কোন সেবা পাচ্ছেন না সাধারন মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি মোবাইলে ভয়েস ম্যাসেজের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্য সেবা গ্রহন করতে অনুরোধ করার পর সাধারণ মানুষ ওই ক্লিনিক গুলোতে হুমড়ী খেয়ে পড়েন কিন্তু ক্লিনিকগুলো দেখভাল করার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং চিকিৎসক না থাকায় সেই আহবান কোন কাজে আসেনি। উপজেলার ৩৭টি কমিউনিটি ক্লিনিক ও ৭টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র নির্মান করে সরকার তৃণমুল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌছে দেয়ার উদ্যোগ নেয়। ক্লিনিক গুলোতে বিগত প্রায় ১২ বছর ধরে নেই কোন চিকিৎসক। ইউনিয়ন স্বাস্থ্য সহকারীরা মাঝে-মধ্যে ওই ক্লিনিকগুলোতে গিয়ে আড্ডা দিয়ে আসেন। এসব ক্লিনিকের স্বাস্থ্য সেবার মান বাড়াতে নেই তদারকী। চলতি মাসের প্রথম দিকে চুনারুঘাট উপজেলা প.প. কর্মকর্তা আবুল কালাম আজাদকে স্ট্যান্ড রিলিজ করার পর মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প.প. কর্মকর্তাকে এখানে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। তিনি এখনো জানতে পারেননি কোথায় কোথায় রয়েছে ওই ক্লিনিকগুলোর অবস্থান। তিনি মোবাইল ফোনের মাধ্যমে এ বিষয়ে খোঁজ-খবর নেয়া ছাড়া তেমন আর কিছুই করতে পারছেন না। এদিকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর নব নির্মিত ১০০ শয্যার হাসপাতালটিও চালু করা যাচ্ছেনা। আমলাতান্ত্রিক জটিলতার কারনে সেই হাসপাতাল ভবনেও ঝুলছে তালা।