প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। বানিয়াচং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মিহির লাল আচার্য্য। সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার দাশ এর পরিচালনায় সভায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক সমস্যা সমাধানকল্পে বিশিষ্ট শিক্ষানুরাগী ও চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন এর ব্যতিক্রমধর্মী উদ্যোগে শিক্ষকদের সহযোগিতার অঙ্গীকার করে বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রথীন্দ্র লাল দাশ, সেক্রেটারী মোঃ আব্দুর রউফ, গরীব হোসেন সরকারী প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, জাতুকর্ণপাড়া স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, হেদায়েত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক মৌলানা আব্দুল হাই, তোপখানা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবু ইউসুফ, আনোয়ারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম, যাত্রাপাশা স্কুলের প্রধান শিক্ষক সুকেশ চন্দ্র চন্দ, রায়েরপাড়া স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান প্রমুখ। সভায় সমাপনী পরীক্ষায় ভাল ফলাফল ও বছরের শুরুতে সকল ছাত্র ছাত্রীদের কাছে বই পৌছানোর জন্য ধন্যবাদ জানানো হয়। এছাড়াও স্কুলের সার্বিক উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণ বাড়ানো, জনগণকে উদ্বুদ্ধকরণ, শিশুদের নিয়মিত বিদ্যালয়ে গমণ, ঝড়ে পড়া হ্রাস ঘটানো, মা ও অভিভাবক সমাবেশ নিয়মিতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়।