শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জের কুতুবের চক জামিয়া রাশীদিয়া মাদ্রাসার উদ্যোগে ৩দিন ব্যাপী ৬ষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মহাসম্মেলন শুরু হয়েছে আজ (মঙ্গলবার) থেকে। চলবে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত। প্রতিদিন বাদ আছর হইতে রাত ১১ঘটিকা পর্যন্ত দেশের সুনামধন্য আলেম উলামাগণ কোরআন হাদিসের আলোকে তাফসীর পেশ করবেন। এতে সভাপতিত্ব করবেন মাদ্রাসার প্রধান পৃষ্টপোষক শায়খুল হাদিস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক। সম্মেলনে অন্যান্যদের মধ্যে তাফসীর পেশ করবেন মাওলানা জুনায়েদ আল-হাবিব (ঢাকা), মাওলানা হাস্সান সাদী (ঢাকা), মাওলানা লোকমান সাদী (ঢাকা), মাওলানা তাহমিদুল মাওলা (ঢাকা), মাওলানা সাইদুর রহমান (ছাহেব জাদায়ে বরুনী)।