প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধÑখ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার নবীগঞ্জে আর কোন অঙ্গ শাখা নেই। তাই নবীগঞ্জে ঐ সংগঠনের কারো বেনামী ব্যানার কিংবা প্রচারনায় কোন বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধÑখ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ জানুয়ারী নবীগঞ্জে মানববন্ধন ও কালো পতাকা মিছিলে নবীগঞ্জ উপজেলা শাখার ব্যানার ছাড়াও একই নামসম্বলিত আয়োজনে জনপ্রতিনিধির নামসহ পৃথক আরেকটি ব্যানার পরিলক্ষিত হয়। যা সম্পূর্ণ বিভ্রান্তি মূলক। বিবৃতিদাতাগণ হলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সুখেন্দু পুরকায়াস্থ, সহ-সভাপতি এডঃ সুষেন্দ্র দাশ, সাধারন সম্পাদক কালীপদ ভট্টাচার্য্য, যুগ্ম সাধারন সম্পাদক ও জাতীয় হিন্দু মহাজোটের নবীগঞ্জ উপজেলা সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সহ-সাধারন সম্পাদক পবিত্র বনিক, সাংগঠনিক সম্পাদক সলিল বরন দাশ, অর্থ সম্পাদক নিতেশ চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা গৌরদাশ রায়, শিক্ষক রাখাল চন্দ্র দাশ, গৌরমনি সরকার, পিন্টু চন্দ্র রায়, পৃথ্বিশ চক্রবর্তী, সজল কুমার দাশ, বিপুল চক্রবর্তী, সুশিতল রায়, সুধীর চন্দ্র রায় প্রমূখ।