মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ সপ্তাহব্যাপী চলা জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ এর অংশ হিসেবে গতকাল বানিয়াচং মৎস্য বিভাগের উদ্যোগে হাওরে মৎস্য নিধন অভিযান হয়েছে। মৎস্য বিভাগের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বানিয়াচংয়ের নলাই হাওরসহ বেশ কয়েকটি হাওরে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ কুমার সিংহ এ অভিযান পরিচালনা করেন। এসময় সাথে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মোহাম্মদ মাকসুদুল হক ভূঁইয়া, সহকারী মৎস্য অফিসার বোরহান উদ্দিন, এসআই মোবারক হোসেন, মৎস্য অফিস এর ক্ষেত্র সহকারী হাবিবুর রহমান। অভিযান চলাকালে হাওর থেকে পোনামাছ নিধনকারী কোনা ভেড়া ও কারেন্ট জাল আটক করা হয়। মোবাইল কোর্ট এর উপস্থিতি টের পেয়ে অনেক জেলে জাল রেখেই পালিয়ে যায়। পরে আটককৃত জালগুলো ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মোহাম্মদ মাকসুদুল হক ভূঁইয়ার উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্ত্বরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। এ ব্যাপারে মৎস্য কর্মকর্তা ড. মোহাম্মদ মাকসুদুল হক ভূঁইয়া জানান, হাওরে অভিযান চলাকালে পোনামাছ নিধনকারীদের মহোৎসব দেখে খুবই মর্মাহত হলাম। এ অবস্থা চলতে থাকলে আমাদের মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাবে। তিনি পোনামাছ নিধনকারীদের কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, পুরো বর্ষা মাস জুড়েই এ অভিযান অব্যাহত থাকবে। কৃষি নির্ভর বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য মৎস্য সেক্টর একটি গুরুত্বপূর্র্ণ ভূমিকা পালন করে আসছে। প্রাণীজ আমিষের চাহিদার প্রায় ৬০ ভাগ মৎস্য থেকে আসে, মোট জন সংখ্যার ১১ ভাগ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাছ চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে। এছাড়া মৎস্য সম্পদ বিদেশে রপ্তানী করে গত বছর ৪ হাজার ৬শ ৬০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করেছে বাংলাদেশ। এ মৎস্য সম্পদ রক্ষার্থে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।