স্টাফ রিপোর্টার ॥ নবাগত জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন হবিগঞ্জকে গতিশীল ক্রীড়াঙ্গন উপহার দেয়ার অঙ্গীকার করলেন। তিনি হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে দেশের অন্যতম ক্রীড়া সংস্থায় পরিণত করতে চান। এর জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। গতকাল সন্ধায় জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে সংস্থার উদ্যোগে জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ আবদুুর রউফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, বদর, কোষাধ্যক্ষ এডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য এনামুল হক সেলিম, শংখ শুভ্র রায়, আজম উদ্দিন, মঈন উদ্দিন তালুকদার সাচ্চুু, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, সফিকুজ্জামান হিরাজ, এডভোকেট বিভৎসু টক্রবর্তী, তাজ উদ্দিন, আবুল কালম ও হুমায়ুন কবির শাহেদ প্রমূখ।