স্টাফ রিপোর্টার ॥ ৪১ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার দু’টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে গতকাল ১৬ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন হওয়া লাখাই রোড থেকে রিচি চকবাজার পর্যন্ত রাস্তা মেরামত হওয়ার পর এর উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। একইদিন ২৫ লাখ টাকা ব্যয়ে লুকড়া-মাদনা সড়কের হবিগঞ্জ সদরের অংশে প্রায় দুই কিলোমিটার রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেন তিনি।
পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলার প্রকৌশলী ওবায়দুল বাশার, রিচি গ্রাম পঞ্চায়েতের সভাপতি আহছান উল্লা, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ডাঃ জিতু মিয়া, রিচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান মোঃ আক্রাম আলী, লুকড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, রফিক মিয়া, আহাম্মদ আলী প্রমুখ।
উদ্বোধনকালে এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সারাদেশের ন্যায় হবিগঞ্জের প্রতিটি অঞ্চলে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন করেছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন করতে চাই। কিন্তু আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে ইর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল জঙ্গিবাদের মাধ্যমে দেশে অরাজকতা শুরু করতে চাইছে। সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করার আহবান জানান তিনি।