কাজী মিজানুর রহমান ॥ চুনারুঘাট উপজেলার পাইকুড়া গ্রামে ডাকাতের লাথির আঘাতে প্রবাসির স্ত্রীর গর্ভপাত ঘটেছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত গভীররাতে এ ঘটনা ঘটে।
সুত্র জানায়, ৫নং শানখলা ইউনিয়নের পাইকুড়া গ্রামের সৌদি প্রবাসি রফিক ফারুকীর স্ত্রী অন্তঃস্বত্তা নার্গিস আক্তার তার শিশু সন্তানদের নিয়ে রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে পেছনের দরজা ভেঙ্গে ৫-৬ জনের একদল মুখোশধারী ডাকাত ঘরে প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা মুখ বেধেঁ ডাকাতির চেষ্টা চালায়। এ সময় তিনি বাঁধা দিলে ডাকাত তার পেটে বেশ কয়েকটি লাথি মেরে রক্তাক্ত করে ঘরে থাকা নগদ, টাকা ও স্বর্ণালংকারসহ মোবাইল ফোন নিয়ে যায়। নার্গিসের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। লোকজন আহত অবস্থায় গত বুধবার নার্গিসকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ খবর শুনে চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী ও ওই ইউনিয়নের চেয়ারম্যান সবুজ মিয়া ঘটনাস্থলে ছুটে যান। এদিকে নার্গিস হাসপাতালে ভর্তি অবস্থায় ওইদিন সন্ধ্যা ৬টার দিকে ৬ মাসের একটি বাচ্চা প্র¯্রব করে। বাচ্চা ও নার্গিসের অবস্থা আশংকাজনক। গতকাল বৃহস্পতিবার দুপুরে নার্গিসের বাচ্চাটি মারা যায়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।