নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে গাড়ি চাঁপায় এক কলেজছাত্রী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা সিলেট মহা-সড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজের সামনে এ ঘটনাটি ঘটে। আহত কলেজছাত্রী হলেন, গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের জাহাঙ্গীর হোসেন টনুর মেয়ে রোকসানা আক্তার (১৬)। তিনি দিনারপুর কলেজের এইচ.এস.সি প্রথম বর্ষের ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ছুটি শেষে বিকেল সাড়ে ৩টার দিকে রোকসানা আক্তার বাড়ি যাওয়ার জন্য সড়কের পাশে দাড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় সিলেটগামী একটি প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ৩৫-৩১৬৯) রোকসানাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এদিকে রোকসানাকে চাঁপা দেয়ার পর কারটি নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ প্রাঙ্গণে ঢুকে পড়ে। ঘটনার পর কলেজের ছাত্ররা আহত ছাত্রীকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা কারটিকে ভাংচুর করে এবং মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে প্রায় ২ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। এসময় ছাত্র-ছাত্রীরা কার চালকের বিচার, আহত ছাত্রীর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা, কলেজের সামনে স্পীডব্রেকার নির্মাণ ও কলেজে আসা যাওয়ার সময়ে পর্যাপ্ত পরিবহণের ব্যবস্থা করার দাবী জানিয়ে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়। পরে হাইওয়ে পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছে ছাত্র-ছাত্রীদেরকে বুঝিয়ে তাদের দাবী মেনে নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।