নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারা দেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর যৌথ উদ্যোগে নবীগঞ্জ শহরে এক বিশাল মানবন্ধন ও কালো পতাকা মিছিল অনুষ্টিত হয়েছে। মিছিলটি স্থানীয় গোবিন্দ জিউর আখড়া থেকে শুরু হয়ে সারা শহর প্রদক্ষিণ শেষে নতুন বাজার আব্দুল মতিন স্কয়ারে মানববন্ধন শেষে পুনরায় গোবিন্দ জিউড় আখড়ায় গিয়ে শেষ হয়। উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্যরে সভাপতিত্বে মানববন্ধন ও কালো পতাকা মিছিলে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, আওয়ামীলীগ নেতা মেজর (অবঃ) সুরঞ্জন দাশ, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা দেওয়ান শাহ নেওয়াজ গাজী মিলাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবীন্দ্র নাথ দাশ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অশোক তরু দাস, সাধারণ সম্পাদক সুখেন্দু রায় বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান ধর, গৌতম কুমার রায়, অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী বেনু, হরেকৃষ্ণ চক্রবর্তী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক কালীপদ ভট্টাচার্য্য, উপজেলা রামকৃষ্ণ সেবা সংঘের সাধারণ সম্পাদক ডাঃ ননী গোপাল নাথ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, গোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির আহবায়ক সুবিনয় কর, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটি এম নুরুল ইসলাম খেজুর, উপজেলা জাপার সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা যুবদল সভাপতি পৌর কাউন্সিলর এটিএম সালাম, পৌর বিএনপির সভাপতি ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি এডঃ রাজীব কুমার দে, সাধারণ সম্পাদক ও পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, যুগ্ম সম্পাদক পবিত্র বনিক, ডাঃ অমলেন্দু সুত্রধর, পিন্টু রায়, সাংগঠনিক সম্পাদক প্রভাষক জন্টু চন্দ্র রায়, অর্থ সম্পাদক হিমাংশু শেখর রায়, হিন্দু মহাজোট নেতা রঙ্গ লাল রায়, মৃদুল কান্তি রায়, উপজেলা সৎসঙ্গের সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল, সাধারণ সম্পাদক রশময় শীল, উপজেলা পুজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক নারায়ন রায়, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, উপজেলা লোকনাথ সেবা সংঘের সভাপতি সুবোধ মালাকার, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দাশ, অর্থ সম্পাদক চারু দেব, সাবেক সাধারণ সম্পাদক নিতেশ চন্দ্র রায়, নীলকণ্ঠ দাশ সামন্ত নন্টী, বাদল কৃষ্ণ বনিক, শংকর দেব, ইউনিয়ন পুজা উদযাপন সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়াস্থ, সঞ্জয় দাশ, প্রনব চক্রবর্তী, প্রনব চন্দ্র দেব, গুরুপদ দাশ ময়না, বিধান দেব, রতœদীপ দাশ রাজু প্রমূখ। মানববন্ধন ও কারো পতাকা মিছিলে নেতৃবৃন্দ দেশে সংখ্যালঘুদের বাড়ীঘরে বর্বর হামলা, লুটপাট ও নির্যাতনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।