স্টাফ রিপোর্টার ॥ লোভে পাপ, পাপে মৃত্যু। লোভনীয় অফার পেয়ে এক মহিলার আমও গেল, ছালাও গেল। এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হবিগঞ্জ শহরে। সদর হাসপাতালের ওয়ার্ড বয় জসিম উদ্দিনের স্ত্রী মোর্শেদা বেগম (৩০) এর মোবাইল ফোনে বৃহস্পতিবার দুপুরে গ্রামীণ ফোন কল সেন্টারের পরিচয় দিয়ে একটি ফোন আসে সে গ্রামীণ ফোনের স্টার গ্রাহক। লটারীর মাধ্যমে সে ২য় স্থান অর্জন করেছে। বিজয়ী হিসেবে সে গ্রামীণ ফোন সেন্টারের পক্ষ থেকে ১৯ লাখ টাকা মূল্যের একটি গাড়ি পুরস্কার দেয়া হবে। গাড়িটি পেতে গেলে ইনকাম ট্যাক্স বাবদ ১৯ হাজার টাকা প্রদান করতে হবে। এ লোভনীয় অফার পেয়ে তিনি সাথে সাথে ১৯ হাজার টাকা নিয়ে কোর্ট মসজিদ মার্কেটে যান এবং বিকাশের মাধ্যমে ওই মোবাইল নাম্বারে টাকা প্রেরণ করেন। এর কিছুক্ষণ পর একই নাম্বার থেকে ফোন করে বলা হয় আপনি আরো ১০ হাজার টাকা দিলে ১ লাখ টাকা পাবেন। তিনি এ কথা শুনার সাথে সাথে শহরের কোর্ট স্টেশন এলাকার কয়েকটি বিকাশ এজেন্টের ঘরে যান। সেখানে গিয়ে তাদেরকে ১০ হাজার টাকা ছাড়তে বলেন। তারা আগে টাকা দিতে বলেন। এ সময় তিনি জানান, তার কাছে টাকা নেই, কিছুক্ষণ পর দিবেন। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে মানুষ জড়ো হয়। খবর পেয়ে যুবলীগ নেতা নজরুল ও সাবেক কমিশনার আলা উদ্দিন কদ্দুছ এসে বিষয়টি মিমাংসা করে দেন।