মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নবীগঞ্জে বহুল আলোচিত কলেজ ছাত্রী তন্নী হত্যাকান্ড ॥ ঘাতক রানু’র মৃত্যুদন্ডাদেশ কার্যকর চায় তন্নী পরিবার নবীগঞ্জে নারীকে হত্যার দায়ে ঘাতকের যাবজ্জীবন কারাদণ্ড আল্লামা শাহ আব্দুল কুদ্দুছ নূরী (র:) এর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ চুনারুঘাট পুলিশের অভিযানে এক ডজন আসামী গ্রেফতার আজমিরীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন দাখিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে মাধবপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভা রাজিউড়ায় অবৈধভাবে কবরস্থানের মাটি কেটে বিক্রি বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ছাত্র সমাবেশ সফল করতে পরামর্শ সভা অনুষ্ঠিত উপজেলা পরিষদের গেইটে ইয়াবাসহ কামাল আটক

কিবরিয়া হত্যা মামলা ॥ ১১ বছর পর বিচার শুরু ॥ ১৭১ সাক্ষ্যির মধ্যে ২৯ জনের সাক্ষ্য গ্রহণ

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জুলাই, ২০১৬
  • ৪৩৬ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥ ২০০৫ সালে খুন হয়েছেন তিনি। তদন্ত হয়েছে তিন দফা। আদালত থেকে আদালতে মামলা স্থানান্তর হয়েছে কয়েকবার। বারবার পিছিয়েছে তদন্ত ও সাক্ষ্য। দ্রুত বিচার আদালতের মেয়াদ ফুরিয়ে আবারো বর্ধিত সময়ে শুরু। এভাবে ১১ বছর পর বিচার শুরুর পর এখন পর্যন্ত ২৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আরো দুই প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসানের আদালতে তারা সাক্ষ্য দেন। আদালত আগামী ২৭ ও ২৮ জুলাই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন। বৃহস্পতিবার দেয়া সাক্ষী হবিগঞ্জের সিদ্দিক আলী ও কাজল মিয়াসহ এ নিয়ে মামলায় ২৯ জন সাক্ষ্য দিয়েছেন। মামলার মোট সাক্ষী ১৭১ জন। রাষ্ট্রপক্ষের পিপি এডঃ কিশোর কুমার কর জানান, গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের ২ জনের সাক্ষ্য গ্রহণ নিয়েছেন আদালত। সাক্ষ্যগ্রহণকালে গ্রেফতার ১৪ আসামীর মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের মেয়র জিকে গউছ ও জঙ্গিনেতা মুফতি হান্নানসহ ১২ জনকে আদালতে হাজির করা হয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির করা হয়নি। এরমধ্যে জামিনে থাকা জয়নাল আবেদীন মুমিব ও লুৎফুজ্জামান বাবরের পক্ষে তাদের নিজ নিজ আইনজীবীরা আদালতে হাজিরা দিয়েছেন। তিনি বলেন, গত বছরের ৩০ সেপ্টেম্বর মামলার বাদীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com