পাবেল খান চৌধুরী ॥ ২০০৫ সালে খুন হয়েছেন তিনি। তদন্ত হয়েছে তিন দফা। আদালত থেকে আদালতে মামলা স্থানান্তর হয়েছে কয়েকবার। বারবার পিছিয়েছে তদন্ত ও সাক্ষ্য। দ্রুত বিচার আদালতের মেয়াদ ফুরিয়ে আবারো বর্ধিত সময়ে শুরু। এভাবে ১১ বছর পর বিচার শুরুর পর এখন পর্যন্ত ২৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আরো দুই প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসানের আদালতে তারা সাক্ষ্য দেন। আদালত আগামী ২৭ ও ২৮ জুলাই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন। বৃহস্পতিবার দেয়া সাক্ষী হবিগঞ্জের সিদ্দিক আলী ও কাজল মিয়াসহ এ নিয়ে মামলায় ২৯ জন সাক্ষ্য দিয়েছেন। মামলার মোট সাক্ষী ১৭১ জন। রাষ্ট্রপক্ষের পিপি এডঃ কিশোর কুমার কর জানান, গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের ২ জনের সাক্ষ্য গ্রহণ নিয়েছেন আদালত। সাক্ষ্যগ্রহণকালে গ্রেফতার ১৪ আসামীর মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের মেয়র জিকে গউছ ও জঙ্গিনেতা মুফতি হান্নানসহ ১২ জনকে আদালতে হাজির করা হয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির করা হয়নি। এরমধ্যে জামিনে থাকা জয়নাল আবেদীন মুমিব ও লুৎফুজ্জামান বাবরের পক্ষে তাদের নিজ নিজ আইনজীবীরা আদালতে হাজিরা দিয়েছেন। তিনি বলেন, গত বছরের ৩০ সেপ্টেম্বর মামলার বাদীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়।