শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ট্রেন থেকে অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে (৩৮) উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ঢাকাগামী জালালবাদ ট্রেন থেকে তাকে উদ্ধার হয়। তবে অজ্ঞান ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জালালবাদ লোকাল ট্রেন শায়েস্তাগঞ্জে যাত্রাবিরতী করলে ট্রেনের যাত্রীদের মাধ্যমে খবর পেয়ে ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের সদস্য মনির বিষয়টি নিশ্চিত করেন ।