প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ হাজারী কমিউনিটি সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কাউন্সিল সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন আল্লামা তাফাজ্জুল হক, নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ ছাবির আহমদ চৌধুরী, মাওঃ আঃ মালিক চৌধুরী, মুফতি রিয়াজ আহমদ, জেলা জমিয়তের সেক্রেটারী মুফতি সিদ্দিকুর রহমান, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুফতি আঃ হান্নান, মাওঃ মুখলিছুর রহমান, আলহাজ ফরিদ উল্লাহ, শায়েখ মাওঃ আঃ হক সহ আরও অনন্য নেতৃবৃন্দ। শায়খুল হাদীছ আল্লামা তাফাজ্জুল হক বলেন, ইসলামে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের কোন স্থান নেই, আসুন সবাই মিলে মিশে ইসলামের খাদীম হওয়ার চেষ্টা করি। সভা শেষে মাওঃ রুহুল আমিনকে সভাপতি, মাওঃ শেখ ওয়াজিদ আলীকে সেক্রেটারী ও মাওঃ নজরুল ইসলামকে সম্পাদক করে কমিঠি গঠন করা হয।