নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরী গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে সিসি রাস্তার কাজের উদ্বোধন করেছেন নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। এডিপির অর্থায়নে প্রায় ৩ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত এ রাস্তার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার উপ সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, কার্য-সহকারী আবু মুছা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, গোফলার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুস্তাকিম আলী, সাংবাদিক শাহ মুছা আহমেদ প্রমুখ।